মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৫:৪৯
ছবি : বাসস

মেহেরপুর, ২৬ জুন, ২০২৫ (বাসস): মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে আটজন নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার সকালে রংমহল সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝামাঝি তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন- টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম (২৮), আবেজান খাতুন (৪০), ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬), রহিম (৫) রোহান (৩)।

গাংনী উপজেলার রংমহল বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, পুশ ইনকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী সড়ক দিয়ে দেশের ভেতরের দিকে আসার সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করে।

কথাবার্তায় অসংগতি মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পুশ ইন হওয়া আটজনের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ।

পুশ ইন হওয়া ব্যক্তিরা জানান, বিএসএফ তাদের সীমান্তের গেট দিয়ে বের করে দেয়। সেখান থেকে বের হয়ে আসার সময় আমাদের বিজিবি আটক করে।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী সকালে তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবি তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
১০