কারিগরি ত্রুটির কারণে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৫:৩১

ঢাকা, ২৭ জুন ২০২৫ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট শুক্রবার সকালে কারিগরি ত্রুটির কারণে ঢাকায় জরুরি অবতরণ করেছে।

উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে থাকা ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রুর সদস্য সবাই নিরাপদে রয়েছেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি বিজি ৫৮৪ ফ্লাইট হিসেবে সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪-তে পার্ক করা হয়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যাত্রী ও ক্রু সদস্যরা সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নেমেছেন এবং সকলেই সুস্থ আছেন।

জরুরি অবতরণের পর রানওয়ে পরিদর্শন করে কোনো ধরনের বিদেশি বস্তু বা বার্ড হিটের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে এইচএসআইএ কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পর্যালোচনা চলছে। এই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ফ্লাইট শিডিউল নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজামুখী তিউনিসিয়ার ত্রাণ নৌবহরের যাত্রা স্থগিত
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে মাঝারি-ভারী বর্ষণ
পাবনায় দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বরিশালে বিএনপি নেতা আফসার হোসেন আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
রাজশাহীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে সাহিত্য সভা
চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 
বদরুদ্দীন উমর আর নেই
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
১০