কারিগরি ত্রুটির কারণে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৫:৩১

ঢাকা, ২৭ জুন ২০২৫ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট শুক্রবার সকালে কারিগরি ত্রুটির কারণে ঢাকায় জরুরি অবতরণ করেছে।

উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে থাকা ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রুর সদস্য সবাই নিরাপদে রয়েছেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি বিজি ৫৮৪ ফ্লাইট হিসেবে সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪-তে পার্ক করা হয়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যাত্রী ও ক্রু সদস্যরা সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নেমেছেন এবং সকলেই সুস্থ আছেন।

জরুরি অবতরণের পর রানওয়ে পরিদর্শন করে কোনো ধরনের বিদেশি বস্তু বা বার্ড হিটের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে এইচএসআইএ কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পর্যালোচনা চলছে। এই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ফ্লাইট শিডিউল নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও
ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১০