কারিগরি ত্রুটির কারণে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৫:৩১

ঢাকা, ২৭ জুন ২০২৫ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট শুক্রবার সকালে কারিগরি ত্রুটির কারণে ঢাকায় জরুরি অবতরণ করেছে।

উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে থাকা ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রুর সদস্য সবাই নিরাপদে রয়েছেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি বিজি ৫৮৪ ফ্লাইট হিসেবে সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪-তে পার্ক করা হয়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যাত্রী ও ক্রু সদস্যরা সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নেমেছেন এবং সকলেই সুস্থ আছেন।

জরুরি অবতরণের পর রানওয়ে পরিদর্শন করে কোনো ধরনের বিদেশি বস্তু বা বার্ড হিটের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে এইচএসআইএ কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পর্যালোচনা চলছে। এই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ফ্লাইট শিডিউল নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
১০