শিক্ষা মানুষকে রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে : গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৭:১১
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত ‘স্কিলফো’ পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : পিআইডি

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। 

তিনি বলেন, শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে- একটি হচ্ছে- শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করে। অন্যটি  হচ্ছে- শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এ দু’টি দিকের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

উপদেষ্টা আজ ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত 'স্কিল ফোকাস লিটারেচি ফর আউট অব স্কুল এডোলেসেন্টস' (স্কিলফো) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘স্কিলফো’ প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এ সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা ও কারিগরি  শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম। 

এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে
গাজার শেষ নৌবহরটি আটক করেছে ইসরাইল : আয়োজক
নাটোরে রঙ বিলাস আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
ভবন আছে, কর্মী নেই: সংকটে মাদারীপুর আইএইচটি
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
১০