চট্টগ্রামে বিএসটিআই’র স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৯:৪৪
চট্টগ্রামে বিএসটিআই’র স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি উদ্বোধন। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৮ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভোক্তা অধিকারের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ চট্টগ্রামের আগ্রাবাদে অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরিসহ ১০তলা বিশিষ্ট বিএসটিআই’র বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০তলা ভবন উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির গতি আরও বৃদ্ধি পাবে। 

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা কহিনুর আক্তার বিএসটিআই’র এই নবনির্মিত বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন।

চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় সরকার এই পূর্ণাঙ্গ ল্যাবরেটরি স্থাপন করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটি আমদানি-রপ্তানিতে সহায়তা করবে এবং পণ্যের গুণগত মান যাচাই ও সনদ প্রদানের সক্ষমতা বৃদ্ধি করবে। এই সুবিধা এ অঞ্চলের শিল্প, বাণিজ্য এবং ভোক্তা সুরক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজালাল চৌধুরী।

অনুষ্ঠানে শহীদ শান্তর মা কহিনুর আক্তার বলেন, শান্ত স্বপ্ন দেখতো একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সুন্দর বাংলাদেশের। সে চেয়েছিল এ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক এবং প্রতিটি যুবকের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন হোক।

তিনি বলেন, আমি একজন শহীদের মা। আমার সন্তান আর নেই, কিন্তু তার আদর্শ ও সংগ্রামী চেতনাকে আমি চিরকাল বুকে ধারণ করব।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই দেশে গুণগত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বিদেশে তা রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে মান বিষয়ক চুক্তি এবং বিএসটিআই ল্যাবরেটরির আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বাজারে বাড়ছে।

বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, চট্টগ্রামে বিএসটিআই’র ১০তলা ভবন ও অত্যাধুনিক ল্যাব উদ্বোধন একটি মাইলফলক। আমরা এখান থেকেই সব পণ্য পরীক্ষা ও মানের সনদ দিতে চাই। এতে এই অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
১০