জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:২৩ আপডেট: : ২৯ জুন ২০২৫, ২০:৫১
এনসিপি আজ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এক মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার সকালে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,  ‘জুলাই ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই পৌঁছাবে আমাদের পদযাত্রা। আমরা শহীদদের বাড়িতে যাব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলব, তাদের দুঃখ-কষ্ট শুনব এবং আমাদের ভবিষ্যতের রূপরেখা জানাব।’

তিনি জানান, ‘শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন দিয়ে পদযাত্রা শুরু হবে এবং সেখান থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’

নাহিদ আরও জানান, ‘১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। আর ৩ আগস্ট শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণা’ প্রকাশ করা হবে। ৫ আগস্ট পালন করা হবে ‘জনমুক্তি দিবস’।

নাহিদ ইসলাম বলেন, গত ৩১ ডিসেম্বরের মধ্যে ‘জুলাই ঘোষণা’ সম্পন্ন করার কথা ছিল। সরকার সে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। সুতরাং, এবার আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে তা প্রকাশ করব।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে। আমাদের অর্জন আছে, আবার ঘাটতিও আছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিনকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
১০