জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:২৩ আপডেট: : ২৯ জুন ২০২৫, ২০:৫১
এনসিপি আজ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এক মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার সকালে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,  ‘জুলাই ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই পৌঁছাবে আমাদের পদযাত্রা। আমরা শহীদদের বাড়িতে যাব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলব, তাদের দুঃখ-কষ্ট শুনব এবং আমাদের ভবিষ্যতের রূপরেখা জানাব।’

তিনি জানান, ‘শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন দিয়ে পদযাত্রা শুরু হবে এবং সেখান থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’

নাহিদ আরও জানান, ‘১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। আর ৩ আগস্ট শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণা’ প্রকাশ করা হবে। ৫ আগস্ট পালন করা হবে ‘জনমুক্তি দিবস’।

নাহিদ ইসলাম বলেন, গত ৩১ ডিসেম্বরের মধ্যে ‘জুলাই ঘোষণা’ সম্পন্ন করার কথা ছিল। সরকার সে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। সুতরাং, এবার আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে তা প্রকাশ করব।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে। আমাদের অর্জন আছে, আবার ঘাটতিও আছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিনকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
গাজা ফ্লোটিলার ৪শ’ জনেরও বেশি কর্মী আটক : ইসরাইলি কর্মকর্তা
কানাডায় হামের প্রাদুর্ভাবে প্রথম মৃত্যু 
১০