জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:২৩ আপডেট: : ২৯ জুন ২০২৫, ২০:৫১
এনসিপি আজ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এক মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার সকালে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,  ‘জুলাই ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই পৌঁছাবে আমাদের পদযাত্রা। আমরা শহীদদের বাড়িতে যাব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলব, তাদের দুঃখ-কষ্ট শুনব এবং আমাদের ভবিষ্যতের রূপরেখা জানাব।’

তিনি জানান, ‘শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন দিয়ে পদযাত্রা শুরু হবে এবং সেখান থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’

নাহিদ আরও জানান, ‘১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। আর ৩ আগস্ট শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণা’ প্রকাশ করা হবে। ৫ আগস্ট পালন করা হবে ‘জনমুক্তি দিবস’।

নাহিদ ইসলাম বলেন, গত ৩১ ডিসেম্বরের মধ্যে ‘জুলাই ঘোষণা’ সম্পন্ন করার কথা ছিল। সরকার সে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। সুতরাং, এবার আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে তা প্রকাশ করব।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে। আমাদের অর্জন আছে, আবার ঘাটতিও আছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিনকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান অস্বীকৃতি জানালে সরকার নতুন অপারেটর খুঁজবে 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
১০