জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি 

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:২৫
ফাইল ছবি

ঢাকা,২৯ জুন, ২০২৫ (বাসস): জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুলাই থেকে ইসির একটি কারিগরি দল টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন। 

ইসি সূত্রে জানা গেছে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই নিবন্ধন কার্যক্রম তদারকি করবেন। তিনি জাপানে বসবাসরত প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম তদারকি করতে আগামী ১৩ থেকে ১৭ জুলাই জাপান সফর করবেন।  

গত ২৬ জুন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক পত্রে ১ জন কর্মকর্তা ও ৪ জন ডাটা এন্ট্রি অপারেটরের তালিকা প্রদানের জন্য জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছিলেন। 

জাপানে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এ ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন বলে জানান  মমিন সরকার। 

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশ থেকে  এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। আবেদন বাতিল হয়েছে ৩ হাজার ৬৭৭ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
১০