জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি 

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:২৫
ফাইল ছবি

ঢাকা,২৯ জুন, ২০২৫ (বাসস): জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুলাই থেকে ইসির একটি কারিগরি দল টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন। 

ইসি সূত্রে জানা গেছে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই নিবন্ধন কার্যক্রম তদারকি করবেন। তিনি জাপানে বসবাসরত প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম তদারকি করতে আগামী ১৩ থেকে ১৭ জুলাই জাপান সফর করবেন।  

গত ২৬ জুন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক পত্রে ১ জন কর্মকর্তা ও ৪ জন ডাটা এন্ট্রি অপারেটরের তালিকা প্রদানের জন্য জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছিলেন। 

জাপানে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এ ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন বলে জানান  মমিন সরকার। 

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশ থেকে  এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। আবেদন বাতিল হয়েছে ৩ হাজার ৬৭৭ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান অস্বীকৃতি জানালে সরকার নতুন অপারেটর খুঁজবে 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
আগামীকাল নেত্রকোনায় দুদকের ১৮৩তম গণশুনানি
১০