জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনে ব্যবস্থা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:৫৩ আপডেট: : ৩০ জুন ২০২৫, ২১:২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠান উদযাপনে  পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার।  

তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো দেশব্যাপী অনেক কর্মসূচি পালন করবে। কীভাবে কর্মসূচি নির্বিঘ্নে পালন করা যায়- আমরা তা নিয়ে আলোচনা করেছি।

তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

দেশব্যাপী এই অনুষ্ঠান উদ্‌যাপনকে ঘিরে কোনও হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি নেই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। 

সাম্প্রতিক এক গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৬২ শতাংশ মানুষ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা জনসাধারণের প্রতিক্রিয়া বিচার করি এবং সেই অনুযায়ী কাজ করি। 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০