ঋতুপর্ণা ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৯:২১ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ২১:৫৩

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : ঋতুপর্ণা চাকমার ঝলকে নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলা নিশ্চিতের পথে আরও  এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল।

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী মিয়ানমারকে। বাংলাদেশের হয়ে দু’টি গোলই করেন ঋতুপর্ণা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। তাই ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ।   

মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার। তারপরও ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ।

অবশেষে ১৯ মিনিটে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ঋতুপর্ণা। শামসুন্নাহার জুনিয়রকে ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার নেওয়া ফ্রি কিক মিয়ানমারের রক্ষণদুর্গ ফিরিয়ে দেওয়ার পর  আবারও বল পান ঋতুপর্ণা। এরপর বাঁ পায়ের দারুণ শটে গোল আদায় করে নেন ঋতুপর্না। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

২৪ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রসে বক্সের ভেতর থেকে শামসুন্নাহার জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে।

এক গোল হজমের পর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়িয়ে দেয় মিয়ানমার। কিন্তু বাংলাদেশের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি তারা। তবে ৪২ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল মিয়ানমার। বাংলাদেশের গোলমুখে তিনবার শট নিয়ে বলকে জালে জড়াতে পারেনি তারা।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে মিয়ানমার। ৫৭ ও ৫৯ মিনিটে মিয়ানমারের দু’টি আক্রমণ রুখে দেয় বাংলাদেশের ডিফেন্ডাররা। এ অবস্থায় বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন ঋতুপর্ণা।

৭০ মিনিটে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বাঁ-পায়ের শটে ঋতুপর্ণা ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে ২-০ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ।  

দ্বিতীয় গোল হজমের পরও দমে যায়নি মিয়ানমার। আক্রমণ অব্যাহত রাখে তারা। অবশেষে ৮৯ মিনিটে মিয়ানমারকে গোল এনে দেন উইন উইন। এতে ব্যবধান ২-১এ নেমে আসে। কিন্তু ম্যাচের বাকী সময় আর গোল করতে না পারলে  হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক  মিয়ানমারকে। মূল পর্বে খেলার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাওয়ায় আনন্দ-উল্লাসে মেতে উঠে বাংলাদেশ।

আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ঐ ম্যাচ জিতলে বা ড্র করলেই আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হবে  বাংলাদেশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০