সরকারের সুচিন্তিত নীতি-কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:২৪
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

তিনি লিখেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে  হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রেস সচিব আরও বলেন, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) আজ মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। বিবিএস এর তথ্যে দেখা যায়- জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গতবছরের জুনে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। গত জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণ কমে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। জুন, ২০২৪-এ খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গত জুন মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ, যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।  জুন, ২০২৪-এ খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপাল ও ভারতে বন্যা-ভূমিধসে ৬৩ জনের প্রাণহানি
গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি
মেধা ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড: রিজভী
নরসিংদীর পাঁচ গুণী শিক্ষক পেলেন সম্মাননা
খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে মাদক জব্দ, কারবারি আটক
অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি ও সমন্বিত কার্যক্রম শুরু
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সস তৈরী করায় জরিমানা
চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি
দোহা হামলায় টার্গেট হওয়ার পর প্রথমবার টেলিভিশনে হাজির হামাসের আলোচক
জাল টাকায় মোবাইল কেনায় চট্টগ্রামে যুবকের ১৪ বছরের কারাদণ্ড
১০