সরকারের সুচিন্তিত নীতি-কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:২৪
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

তিনি লিখেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে  হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রেস সচিব আরও বলেন, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) আজ মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। বিবিএস এর তথ্যে দেখা যায়- জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গতবছরের জুনে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। গত জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণ কমে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। জুন, ২০২৪-এ খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গত জুন মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ, যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।  জুন, ২০২৪-এ খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ভেনেজুয়েলার কাছে ৯ গেরিলা যোদ্ধা নিহত
কপ৩০ সম্মেলনে আবারো আদিবাসীদের বিক্ষোভ
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি
নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে বলল চীন
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই
১০