জুলাই পুনর্জাগরণে আগামীকাল চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:৩০

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আগামীকাল বিকেল ৫টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’ প্রদর্শিত হবে।

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা।

গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে এবার চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাইয়ের গান ও ড্রোন শো’র বিশেষ প্রদর্শনী হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পকলা একাডেমির সূত্র জানায়, অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য উপদেষ্টার উপস্থিতি আশা করা যাচ্ছে। সংস্কৃতি  মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত থাকবেন।

বিকেল ৫টায় ‘কথা ক’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই বে অব বেঙ্গল, ব্যান্ডদল চিম্বুক, শিল্পী হান্নান ও মাশা সংগীত পরিবেশন করবেন। পরে জুলাই অভ্যুত্থানকে নিয়ে নির্মিত ‘জুলাই বিষাদ সিন্ধু’, ও ‘জুলাই বীরগাথাঁ’ প্রদর্শিত হবে। সন্ধ্যায় কণ্ঠশিল্পী পারসা মাহজাবীন ও ব্যান্ড দল শিরোনামহীন সংগীত পরিবেশন করবেন। 

রাত ৯টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ সরকার এবং চীন সরকার যৌথভাবে এই ‘ড্রোন শো’তে ১ হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদ মিনারের উপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’র মাধ্যমে। ড্রোন শো’র প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে দেখানো হবে কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা-বিনামূল্যে ওষুধ প্রদান
অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১
নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন মির্জা আব্বাস
ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার মাদুরো সংলাপের আহ্বান জানিয়েছেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন
শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা 
সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ওলামা-মাশায়েখদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে : সপু
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১০