গোপালগঞ্জে হামলায় জড়িতরা পার পাবে না, বিচারের মুখোমুখি করা হবে

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৩৬

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে- এই নৃশংস হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে এবং কোনোভাবেই তারা পার পাবে না।

আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘গোপালগঞ্জে সংঘটিত নৃশংস আচরণ একেবারেই অমার্জনীয়। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে তরুণদের অংশগ্রহণে বাঁধা দেওয়ার চেষ্টা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করার শামিল এবং অত্যন্ত লজ্জাজনক। এই হামলায় এনসিপির সদস্য, পুলিশ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা নির্মম আক্রমণের শিকার হয়েছেন। এসময় গাড়ি ভাঙচুরের পাশাপাশি অনেককে নৃশংসভাবে মারধর করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই নৃশংস হামলার জন্য অভিযুক্ত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের (দলীয় কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ ঘোষিত) কর্মীরা কোনোভাবেই বিনা শাস্তিতে পার পাবে না। দোষীদের দ্রুত শনাক্ত করে পূর্ণ জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এ ধরনের সহিংসতার স্থান নেই বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করছি, এবং যারা এই হুমকি উপেক্ষা করে সাহসের সঙ্গে সমাবেশ চালিয়ে গেছেন, সেই ছাত্র ও সাধারণ মানুষের দৃঢ়তা ও সাহসিকতাকে ও অভিনন্দন জানাই।’

 বিবৃতিতে আরো বলা হয়, গোপালগঞ্জের এই নৃশংসতার জন্য যারা দায়ী, তারা বিচারের সম্মুখীন হবেই। এটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং তা নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
পটুয়াখালীতে ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের
চাঁদপুরে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালি
মহেশপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলে শূন্য নদী
১০