বিনিয়োগ সম্ভাবনা প্রসারে চীন সফরে বাংলাদেশ প্রতিনিধি দল

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:১৬

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও সহায়তা প্রদানের লক্ষ্যে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে।

প্রতিনিধিদলটিতে বিডা, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএ-এর প্রতিনিধিরা রয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সফর সম্পর্কে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমাদের এই সফর ঘিরে যে আগ্রহ দেখা দিয়েছে, তাতে আমরা অত্যন্ত উৎসাহিত। আমরা চীনা কোম্পানিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশায় রয়েছি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা প্রদান করব।’

২০-২৬ জুলাই এই সফরে প্রতিনিধিদলটি সাংহাই ও গুয়াংজুতে একাধিক কর্মসূচিতে অংশ নিবে। ২১ জুলাই সাংহাইয়ে বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সেমিনার এ সফরের অন্যতম প্রধান আকর্ষণ। সেমিনারে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের ১০০টিরও বেশি চীনা কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এই সফর বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ । এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
 রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎহীন
বিএনপি নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে : আমির খসরু
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত : ভূমি উপদেষ্টা
জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
নতুন কুড়ি সফল করতে রাজশাহীতে জেলা প্রশাসকের মতবিনিময়
১০