মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত, আহত ৬০ 

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ২১ জুলাই ২০২৫, ১৮:৫৪
রাজধানীর উত্তরায় সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ছবি: বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৯ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে যোগ দিয়েছে। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের পর থেকে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেলসহ হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৫ জনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। কারও কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকের শরীর ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। 

আজ দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন  স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১৪ মামলা
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২
তিন জেলায় দুদকের অভিযান: চিকিৎসা, রপ্তানি ও নির্মাণ খাতে অনিয়ম উদ্‌ঘাটন
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
চাকসুর কোষাধ্যক্ষ হলেন ব্যবসায় প্রশাসনের ডিন অধ্যাপক তৈয়ব চৌধুরী
পার্বত্য চট্টগ্রামকে সম্প্রতি ভুলভাবে উপস্থাপন বিষয়ে সরকারের বিবৃতি
১০