মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত, আহত ৬০ 

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ২১ জুলাই ২০২৫, ১৮:৫৪
রাজধানীর উত্তরায় সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ছবি: বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৯ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে যোগ দিয়েছে। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের পর থেকে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেলসহ হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৫ জনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। কারও কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকের শরীর ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। 

আজ দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন  স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রহিম শেখ
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান তিন দিনের জন্য স্থগিত 
ওই সময়ে শিক্ষার্থীরা ক্লাস ছুটি শেষে মাত্র বের হচ্ছিল : শিক্ষা উপদেষ্টা 
আদালত অবমাননা হয়, এমন কিছু লেখা যাবে না: আজিজ আহমদ ভূঞা
শিশুদের শরীর এতটাই পুড়েছে যে, ক্যানোলা বসানোও সম্ভব হয়নি : ডা. আনারুল
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ
ইউক্রেনের সঙ্গে আলোচনার তারিখ নির্ধারণে কাজ চলছে : ক্রেমলিন
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া : মা-বাবা ঢাকায়
মাইলস্টোন ট্রাজেডি: আহতদের চিকিৎসায় বিএমইউয়ে ল্যাবরেটরি ও ইমার্জেন্সি সার্জারি ২৪ ঘণ্টা খোলা, প্রস্তুত আইসিইউ
বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আগামীকাল
১০