মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত, আহত ৬০ 

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ২১ জুলাই ২০২৫, ১৮:৫৪
রাজধানীর উত্তরায় সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ছবি: বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৯ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে যোগ দিয়েছে। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের পর থেকে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেলসহ হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৫ জনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। কারও কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকের শরীর ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। 

আজ দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন  স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৫ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার
খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
শীতের হাওয়ায় পিঠার আমেজ, জমজমাট লালমনিরহাট
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়: জাতিসংঘ
শীতের হাওয়ায় পিঠার আমেজ, জমজমাট লালমনিরহাট
২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ 
শতভাগ নিরপেক্ষভাবে কাজ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান সিইসির
চিতলমারীতে ৩০৫০ জন প্রান্তিক কৃষককে বোরো বীজ বিতরণ 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
১০