খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৩:৪৭
খুলনায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত। ছবি: বাসস

খুলনা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। 

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজনে নারী সমাবেশ আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

নারী সমাবেশে অতিথিরা বলেন, আমরা চাই নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ হউক। নারী নির্যাতন কমিয়ে আনার জন্য নারীদের সক্ষমতা বাড়াতে হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে তাদের উপর নির্যাতন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে। নারী-পুরুষের মধ্যে এখন কোন ভেদাভেদ নেই। নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। নারী নির্যাতন দূরের কথা, নারীদের কিভাবে যোগ্য সম্মান দেয়া যায় তা সমাজের ভাবা উচিত। নারীরা মানুষ হিসেবে নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী সমাবেশের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সমাবেশে মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, নারী নেত্রী এ্যাড. শামীমা সুলতানা শিলুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি নারী সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
‘আমরা শান্তি চাই' কিন্তু ইউক্রেনের 'আত্মসমর্পণ' নয়: ম্যাখোঁ
জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে মালদ্বীপের অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিয়ে আলোচনা
আইএমওর অধিবেশনে ‘সি’ ক্যাটাগরিতে সমর্থন চাইলেন নৌ উপদেষ্টা
টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর
বাগেরহাটে সুপারির ব্যাপক ফলন, ১০ বছরে সর্বোচ্চ সম্ভাবনা
ঠাকুরগাঁওয়ে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ
নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে লিগ্যাল নোটিশ
সংস্কৃতি উপদেষ্টার নামে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ
১০