উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ৮ জনের মরদেহ হস্তান্তর

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:৩৯ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১১:৪৬
ছবি: আইএসপিআর

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত ১০৪ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাত দেড়টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, শনাক্তকৃত আটটি মরদেহ ইতোমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাদের পরিচয় হল, ফাতেমা আক্তার (৯), পিতা: গনি শেখ, বাগেরহাট; সামিউল করিম (৯), বরিশাল; রজনী ইসলাম (৩৭), কুষ্টিয়া; মেহনাজ আফরিন হুরায়রা (৯), টাঙ্গাইল; শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, ঢাকা; নুসরাত জাহান আনিকা (১০), ঢাকা; সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন, মিরপুর, ঢাকা এবং সায়মা আক্তার (৯), পিতা: শাহআলম, গাজীপুর।

আইএসপিআর আরো জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারিয়েছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ১ জন; জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৫ জন; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন; সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৭ জন; উত্তরার লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১০ জন; উত্তরা আধুনিক হাসপাতালে ১৬ জন; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০