সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দ্রুত ঐকমত্যে আসার আহবান অধ্যাপক আলী রীয়াজের

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৪:৩৩ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ১৭:২৪
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই সনদ দ্রুত প্রণয়নের লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে  অমীমাংসিত বিষয়গুলোতে শিগগীরই ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দিনব্যাপী আলোচনার দ্বিতীয় পর্যায়ের আঠারতম দিনের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি সময়ের স্বল্পতার কথা মাথায় রেখে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়ে বলেন, এখনো বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে ঐকমত্য হলেও কিছু মৌলিক বিষয় নিয়ে এখনো আলোচনা করা প্রয়োজন।

আজকের আলোচ্য বিষয়- নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল নিয়োগের বিধান।

এর আগে, ২০ জুলাই অনুষ্ঠিত বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে একটি ‘সমন্বিত প্রস্তাব’ দিয়েছে। এতে একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে।

এদিকে আজ বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপিবি বাসদসহ বামপন্থী দলগুলো ১০ মিনিটের প্রতীকী ওয়াক আউট করে।

প্রতীকী ওয়াক আউট শেষে কমিশনের বৈঠকে পুনরায় যোগ দেওয়ার পর সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের চর্চাকে স্বাগত জানাই। আমরা মনে করি তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সরকার বিবেচনা করবে।'

আজ আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলাম বাংলাদেশ, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা
১০