মাইলস্টোনের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে : আইন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৪:৪৭ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ১৫:০১
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, শিক্ষক, ও অভিভাবকদের সমন্বয়ে কলেজের কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা  অধ্যাপক ড. আসিফ নজরুল আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও ক্লাসে উপস্থিতির যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে।

এ সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকস্মিকভাবে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী হতাহত হয়। 

ওই ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউল আলম, অধ্যক্ষ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, সদস্য  মো. মাসুদ আলম উপাধ্যক্ষ (প্রশাসন), মিসেস খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), মিসেস লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর, মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক (শিক্ষার্থী: যাইমা জাহান, শ্রেণি: চতুর্থ, ক্লাস কোড: ২২৭৪), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি, মো. তাসনিম ভূঁইয়া প্রতীক (শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি)। 

এ কমিটি আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র  ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
কমতে পারে দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
বরগুনায় একই সময়ে ৪টি স্থানে অগ্নিকাণ্ড 
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ২০
পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের শপথ গ্রহণ
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
১০