এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:৫৫ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ২০:৫১
প্রতীকী ছবি

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস): এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাসমূহের নতুন সূচি জানানো হয়েছে। 

আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন পরীক্ষা সূচিতে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন পরীক্ষা সূচি অনুযায়ী, গতকাল ২২ জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট। আগামীকাল ২৪ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা হবে আগামী ১৯ আগস্ট। এছাড়া গত ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে আগামী ১২ আগস্ট। ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে আগামী ১৪ আগস্ট। এভাবে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। 

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ আগস্ট হতে ৩১ আগস্টের মধ্যে অবশ্যই ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ৩১ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে-হাতে ব্যাবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। 

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড থেকেও তাদের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। 

নতুন সময়সূচি অনুযায়ী মাদ্রাসার আলিম পরীক্ষার ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে আগামী ১৭ আগস্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট, ১৫ জুলাইয়ের পরীক্ষা হবে ১৩ আগস্ট ও ১০ জুলাইয়ের পরীক্ষা হবে ১৪ আগস্ট। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান আজ বুধবার নতুন সময়সূচি ঘোষণা করেন।  

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এইচএসসি (বিএ/বিএমটি) স্থগিত পরীক্ষার নতুন সময়সূচিতে বলা হয়েছে, ২২ জুলায়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ৬ আগস্ট, ১৭ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট ও ১০ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০