নির্বাচনের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:১২
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ছবি: পিআইডি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে।’

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

এছাড়া নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সমৃদ্ধির জন্য উদ্ভাবন ও গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান এহসানুল হকের
ডেঙ্গুতে আরো ৬৫৯ জন হাসপাতালে ভর্তি
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলার ও কোয়েৎজি
মুন্সীগঞ্জে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
প্রাণিদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮১২ জন
জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ নারী দল
রংপুরে সাহিত্য পুরস্কার পেলেন ১০ লেখক
প্রধান ঋণদাতা ব্যাংককে দেউলিয়া ঘোষণা ইরানের
১০