শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:৪১
বুধবার ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: বাসস

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে।

আজ বুধবার ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সমূহে প্রশিক্ষণরত শিক্ষকবৃন্দের বইপড়া কর্মসূচি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা চাই শিশুদের শারীরবৃত্তীয় বিকাশের পাশাপাশি তাদের আবেগীয়, বুদ্ধিবৃত্তিক ও দায়িত্ববোধের সুষ্ঠু বিকাশ হোক। এগুলো শুধু পাঠ্যপুস্তক পড়ার মাধ্যমে হয় না। বরং পাঠ্যপুস্তক বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই বিকাশ ঘটে। তাই পাঠ্যপুস্তকের পাশাপাশি শিশুদের পাঠ্যপুস্তক বহির্ভূত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, শিশুদের মাঝে বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি হৃদয়বৃত্তিক বিকাশের জন্য ভালো সাহিত্য পাঠের বিকল্প নেই। এটা শুধু শিশুদের সাক্ষর করবে না বরং দায়িত্ববোধেরও বিকাশ ঘটাবে। একটি সুস্থ জাতি ও সুস্থ দেশ গঠন করতে হলে দায়িত্ববোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। 

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০