১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত 

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:৪৪ আপডেট: : ৩০ জুলাই ২০২৫, ২০:৫৮

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য সারাদেশে এসিল্যান্ড কার্যালয়ে কর্মরত ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের শতাধিক এসিল্যান্ডকে দেশের আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে বলে জানা গেছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী এসিল্যান্ডদের মধ্য থেকে ৭ জনকে ময়মনসিংহ বিভাগে, ১০ জনকে বরিশাল বিভাগের, ১৩ জন কে রংপুর বিভাগে, ৭ সিলেট বিভাগে, ১৫ জনকে খুলনা বিভাগে, ১৩ জনকে রাজশাহী বিভাগে, ১৫ জনকে চট্টগ্রাম বিভাগে এবং ২২ জনকে ঢাকা বিভাগে বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়।

জানতে চাইলে উপ-সচিব শহিদুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে বলেন, বর্তমানে মাঠে তথা দেশের বিভিন্ন স্থানে ৩৭ তম এবং ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এসিল্যান্ড  হিসেবে কর্মরত ছিলেন। এদের মধ্যে সিনিয়র হিসেবে ৩৭ তম ব্যাচের শতাধিক কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

তিনি বলেন, এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে। ৪০ তম বিসিএস ক্যাডার কর্মকর্তারা বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে এসিল্যান্ড হিসেবে সারাদেশে পদায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০