১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত 

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:৪৪ আপডেট: : ৩০ জুলাই ২০২৫, ২০:৫৮

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য সারাদেশে এসিল্যান্ড কার্যালয়ে কর্মরত ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের শতাধিক এসিল্যান্ডকে দেশের আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে বলে জানা গেছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী এসিল্যান্ডদের মধ্য থেকে ৭ জনকে ময়মনসিংহ বিভাগে, ১০ জনকে বরিশাল বিভাগের, ১৩ জন কে রংপুর বিভাগে, ৭ সিলেট বিভাগে, ১৫ জনকে খুলনা বিভাগে, ১৩ জনকে রাজশাহী বিভাগে, ১৫ জনকে চট্টগ্রাম বিভাগে এবং ২২ জনকে ঢাকা বিভাগে বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়।

জানতে চাইলে উপ-সচিব শহিদুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে বলেন, বর্তমানে মাঠে তথা দেশের বিভিন্ন স্থানে ৩৭ তম এবং ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এসিল্যান্ড  হিসেবে কর্মরত ছিলেন। এদের মধ্যে সিনিয়র হিসেবে ৩৭ তম ব্যাচের শতাধিক কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

তিনি বলেন, এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে। ৪০ তম বিসিএস ক্যাডার কর্মকর্তারা বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে এসিল্যান্ড হিসেবে সারাদেশে পদায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা
মালয়েশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে ট্রাম্পের এশিয়া সফর শুরু
রাজশাহীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২
লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের বিরুদ্ধে উপকূল রক্ষায় অঙ্গীকার ভেনিজুয়েলার
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬
বদরগঞ্জে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি
নারায়ণগঞ্জে নিরাপদ ব্যবসা পরিবেশের দাবি 
২২ দিন পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু, দাম কম
তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে অলিম্পিয়াড প্রতিযোগিতা 
১০