স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২৩:৩৫

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): ছাব্বিশ (২০২৬) সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা অনুযায়ী রপ্তানিনির্ভর খাতে সরাসরি নগদ সহায়তা বা সাবসিডি প্রদান সম্ভব হবে না।

এ প্রেক্ষাপটে রপ্তানির সম্ভাবনাময় চার খাত যেমন: চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কী করণীয়, তা নির্ধারণে অর্থ আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

কমিটির কার্যপরিধি গুলো হলো- সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় প্রতিবেদনে উল্লিখিত কোন সুবিধাগুলো প্রদানযোগ্য তা নির্ধারণ, নির্ধারিত সুবিধাগুলো বাস্তবায়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতকরণ, বাস্তবতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় অতিরিক্ত সুবিধা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কমিটিতে সদস্য নির্বাচন (co-opt) করার ক্ষমতা।

মুখ্য সচিবের সভাপতিত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন : বিপিসি
টাকা আত্মসাৎ করায় সাবেক ভূমিমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ২৭৮
জুলাই মাসের ৩০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩২ শতাংশ বৃদ্ধি 
বিগত এক বছরে আইন মন্ত্রণালয়ের সাফল্য ও সংস্কার কার্যক্রম
ময়মনসিংহে অভিনব কায়দায় ৪ লাখ টাকা চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ১
জাফলংয়ে বালুবোঝাই নৌকা ও ড্রেজার মেশিন ধ্বংস
ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সমাপ্ত 
আন্দোলনে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অতুলনীয় : বাঁধন
১০