মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর অফিসে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:১৮ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৫
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ কুয়ালালামপুরের পুত্রজায়ায় তাঁর অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করেন। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

কুয়ালালামপুর, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানান।

সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদেরকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান। 

এ সফরকালে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া (আইএসআইএস), বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস (এমআইএমওএস) এর ভেতর সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার এফবিসিসিআইয়ের সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এছাড়া হালাল ইকোসিস্টেম, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চ শিক্ষা খাতে সহযোগিতাবিষয়ক নোট বিনিময় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে পাবলিক ও প্রাইভেট উভয় পরিসরেই নারীরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী
ইউক্রেনকে অবশ্যই ‘তার ভাগ্য বেছে নেওয়ার’ অধিকার দিতে হবে : ইইউ
পদত্যাগের দাবি জানানোর পর ইন্টেল প্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক
ফেবোয়াবের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. রেজাউল করিম
নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
নাটোরে যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ
বাগেরহাটে দুইদিনব্যাপী ৬০০ শিক্ষককে গণিত ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ
লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু 
মেক্সিকোর কারাগার থেকে মুক্তি পেলেন অভিবাসী-পন্থী এক কর্মী 
ইতালির ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ
১০