মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর অফিসে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:১৮ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৫
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ কুয়ালালামপুরের পুত্রজায়ায় তাঁর অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করেন। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

কুয়ালালামপুর, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানান।

সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদেরকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান। 

এ সফরকালে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া (আইএসআইএস), বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস (এমআইএমওএস) এর ভেতর সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার এফবিসিসিআইয়ের সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এছাড়া হালাল ইকোসিস্টেম, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চ শিক্ষা খাতে সহযোগিতাবিষয়ক নোট বিনিময় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ
মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫
হাসিনা, রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা: ডিএসসিসির ৯ কর্মকর্তার সাক্ষ্য
জাপানে নতুন জোট গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় তাকাইচি
নওগাঁয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প 
এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা
রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প
জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১০