রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি, চর ও নিম্নাঞ্চল প্লাবিত

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:৪৬
ছবি: বাসস

রাজশাহী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহীর প্রমত্তা পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। নদীর তীরবর্তী জেগে ওঠা চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলের জমি ও বসতবাড়ি। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিপাকে পড়েছেন চরবাসী।

আজ সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪৩ মিটার। বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার।

পানি বৃদ্ধির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র টি-বাঁধ এলাকায় প্রবেশ ও পরিদর্শন কার্যক্রম বন্ধ রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাশাপাশি নদীর পাড় সংলগ্ন ব্যবসায়ী ও দোকানিদেরও স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, ২৪ জুলাই থেকে রাজশাহীতে পদ্মার পানি বাড়তে শুরু করে। ওইদিন পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৫ মিটার। পরবর্তীতে পানি কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবারও বৃদ্ধি শুরু হয় এবং এখনও তা অব্যাহত রয়েছে। 

গত ১০ আগস্ট সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৩ মিটার। যা একই দিনের সন্ধ্যায় বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ২২ মিটারে। ১১ আগস্ট সকালে তা হয় ১৭ দশমিক ৩২ মিটার এবং সন্ধ্যায় পৌঁছায় ১৭ দশমিক ৩৯ মিটারে।

এদিকে পানি বৃদ্ধির কারণে রাজশাহী ও সংলগ্ন বিভিন্ন চরের অংশ ডুবে গেছে। চর খিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, ‘নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় চরগুলো তলিয়ে গেছে। আমরা গবাদিপশু ও মালামাল লোকালয়ে নিয়ে এসেছি। কিন্তু খাওয়ানোর জন্য এখন গোখাদ্যের অভাব দেখা দিয়েছে।’

পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, রাজশাহীতে পদ্মার বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমার খুব কাছাকাছি। 

স্থানীয়রা জানান, উজানে ভারী বৃষ্টিপাত বা গঙ্গার পানি প্রবাহ বাড়তে থাকলে পদ্মার পানি দ্রুত বিপদ সীমা অতিক্রম করতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব
১০