গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৪:১০
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা তদন্ত শুরু করেছেন। ছবি: বাসস

গোপালগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা তদন্ত শুরু করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির সদস্যরা।

এদিন বিকেলে তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকসহ ছয় সদস্যের দলটি ভাঙচুর হওয়া গোপালগঞ্জ জেলা কারাগার, সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্থান, শহরের পৌর পার্কে এনসিপি’র সভাস্থল, হামলার শিকার জেলা প্রশাসকের বাসভবনসহ বিভিন্ন স্থান সরেজমিন পরিদর্শন করেন।

সেসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন: আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

প্রেস ব্রিফিংয়ে কমিটির সদস্য জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহাবুবুর রহমান জানান, বুধবারও তদন্ত কার্যক্রম চলবে। তদন্ত শেষে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেটি সরকার প্রকাশ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যানোলার ওপর চীনের শুল্ক আরোপে 'হতাশ' কানাডা
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া প্রশিক্ষণ সমাপ্ত
রাজশাহীতে বেড়েছে সব ধরনের সবজির দাম
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন
তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, লালমনিরহাটে শতাধিক গ্রাম প্লাবিত
চট্টগ্রামের ভাটিয়ারিতে ১২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
১০