গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৪:১০
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা তদন্ত শুরু করেছেন। ছবি: বাসস

গোপালগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা তদন্ত শুরু করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির সদস্যরা।

এদিন বিকেলে তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকসহ ছয় সদস্যের দলটি ভাঙচুর হওয়া গোপালগঞ্জ জেলা কারাগার, সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্থান, শহরের পৌর পার্কে এনসিপি’র সভাস্থল, হামলার শিকার জেলা প্রশাসকের বাসভবনসহ বিভিন্ন স্থান সরেজমিন পরিদর্শন করেন।

সেসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন: আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

প্রেস ব্রিফিংয়ে কমিটির সদস্য জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহাবুবুর রহমান জানান, বুধবারও তদন্ত কার্যক্রম চলবে। তদন্ত শেষে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেটি সরকার প্রকাশ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০