পায়রা ও মোংলা বন্দরের প্রকল্প নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সিসিইসিসির বৈঠক

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:২৩
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) সদরদপ্তরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয় । ছবি : পিআইডি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল চীনের সিসিইসিসি সদরদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জিওবি’র অর্থায়নে ও সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অগ্রগতি এবং সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের পাশাপাশি কৃষি, পরিবহন ও বন্দর অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, চায়না জি-টু-জি এবং জিওবি অর্থায়নে মোংলা বন্দরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ‘এক্সপানশন অ্যান্ড মডার্নাইজেশন অব মোংলা পোর্ট’-ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রকল্প বাস্তবায়নে চায়না জি-টু-জি অংশের ফান্ডের জন্য দ্রুত লোন এগ্রিমেন্ট স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে সিসিইসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প দ্রুত শুরু করার পাশাপাশি লোন এগ্রিমেন্টের জন্য চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং শিগগিরই এগ্রিমেন্ট স্বাক্ষর হবে।

বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ নৌপরিবহন মন্ত্রণালয়, আর্থিক সম্পর্ক বিভাগ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০