পায়রা ও মোংলা বন্দরের প্রকল্প নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সিসিইসিসির বৈঠক

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:২৩
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) সদরদপ্তরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয় । ছবি : পিআইডি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল চীনের সিসিইসিসি সদরদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জিওবি’র অর্থায়নে ও সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অগ্রগতি এবং সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের পাশাপাশি কৃষি, পরিবহন ও বন্দর অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, চায়না জি-টু-জি এবং জিওবি অর্থায়নে মোংলা বন্দরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ‘এক্সপানশন অ্যান্ড মডার্নাইজেশন অব মোংলা পোর্ট’-ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রকল্প বাস্তবায়নে চায়না জি-টু-জি অংশের ফান্ডের জন্য দ্রুত লোন এগ্রিমেন্ট স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে সিসিইসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প দ্রুত শুরু করার পাশাপাশি লোন এগ্রিমেন্টের জন্য চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং শিগগিরই এগ্রিমেন্ট স্বাক্ষর হবে।

বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ নৌপরিবহন মন্ত্রণালয়, আর্থিক সম্পর্ক বিভাগ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের অভ্যর্থনায় সৌদি-আমেরিকা সম্পর্কে নতুন যুগের সূচনা
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : সুপ্রীম কোর্টের রায়
সশস্ত্র বাহিনী দিবস কাল
মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের কারাদণ্ড
শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়রের সঙ্গে শুক্রবার বৈঠকে বসছেন ট্রাম্প
বাসস-এর বার্তা সম্পাদক মাহফুজা জেসমিনের মায়ের ইন্তেকাল
ডাকসু ও হল সংসদে নির্বাচিতদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটা মহাসড়কে পাঁচ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ
জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
১০