জাতিসংঘে রাজনৈতিক নেতাদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের বার্তা বহন করে: প্রেস সচিব

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘আজ তারা (ছয় নেতা) একসঙ্গে বসে বিশ্বকে বার্তা দিয়েছেন যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।’

শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার জাতিসংঘ ভাষণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা ড. নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা অধিবেশনে উপস্থিত ছিলেন।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাংক লুটের বিচার সম্পন্ন এবং নির্বাচন আয়োজন করা।

প্রধান উপদেষ্টার ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়ে তিনি বলেন, সংস্কার উদ্যোগগুলোর অনেকগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রেস সচিব জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রধান উপদেষ্টা তিন প্রধান রাজনৈতিক দলের নেতাদের ইউএনজিএ অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে তাঁর সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, তাদের উপস্থিতি বিশ্বকে এ বার্তা দিয়েছে যে তারা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত।

প্রেস সচিব বলেন, ‘এটি শুধু দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যও একটি বড় বার্তা ছিল। বাংলাদেশ পুরোপুরি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত। এটিই ছিল মূল বার্তা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজারে বিমান হামলায় বেশ কয়েকজন নাগরিক হতাহত
অগ্নিকাণ্ডে আহত ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যু
জাতিসংঘে আলজেরিয়ার বিরুদ্ধে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সমর্থনের’ অভিযোগ মালির 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
মাদারীপুরে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের জন্য ‘জাতীয় আত্মহত্যা’ : নেতানিয়াহু
প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেয়া ভাষণের প্রশংসা বিএনপি ও জামায়াতের 
সন্ধ্যায় পূজা, মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি 
শারদীয় দুর্গোৎসব শুরু কাল; প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে
১০