ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও উজবেকিস্তান বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। বিশেষ করে উজবেকিস্তানে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়টি গুরুত্ব পায়।
আজ এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে শুক্রবার সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদোভের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশ সহযোগিতা জোরদারে সম্মত হয়।
এ সময়ে বিশেষ করে বাংলাদেশ থেকে আধা-দক্ষ ও দক্ষ জনশক্তি উজবেকিস্তানে পাঠানোর সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুই দেশের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর। কর্মকর্তারা এই চুক্তিকে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ তৈরির পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
আলোচনা চলাকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা এবং দুই দেশের সংযোগ দৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করে।
পররাষ্ট্র উপদেষ্টা উজবেকিস্তানের ক্রমবর্ধমান অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের সম্ভাবনার ওপর জোর দেন। একই সাথে উজবেক বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অন্বেষণের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
উভয়েই দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।