আজ বিশ্ব শিক্ষক দিবস

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫৭ আপডেট: : ০৫ অক্টোবর ২০২৫, ১২:২০

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর এ দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। 

দিবসটি পালনের লক্ষ্য শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের সম্মান জানানো। এ বছরে শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’। 

এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনের অংশ হিসেবে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ১২ জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হবে। এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্বদ্যিালয়, কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বাছাই করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের নীতিমালা অনুযায়ী, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হচ্ছে।

প্যারিসে ১৯৯৩ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়।

১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনক্রমে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের মামলা থেকে খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়
রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু
টিকটকের লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া
অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব সমাপ্ত
নানা আয়োজনে ফেনীতে শিক্ষক দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও সভা
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মাহবুব উল আলম হানিফের মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আদেশ কাল
গাজার সকল জিম্মিকে ফিরিয়ে নেয়ার আশা নেতানিয়াহুর
ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ৫৭
১০