জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৩:৪৪ আপডেট: : ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৪১
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভার সূচনা বক্তব্য তিনি একথা বলেন। 
সংলাপে ১০ জন নির্বাচন বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। তারা সবাই সাবেক নির্বাচন কর্মকর্তা।

সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে নিত্য-নতুন চ্যালেঞ্জ হাজির হচ্ছে। একদিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরণের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে। 
তিনি আরো বলেন, দেশের এই ক্রন্তিলগ্নে এই নির্বাচনকে আমার জীবনের একটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি। দেশের জন্য কিছু একটা করতে চাই। আমরা আর চাওয়া পাওয়ার কিছু নেই। 
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির একার পক্ষে জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। এ জন্য সকলের সহযোগিতা লাগেবে। সর্বস্তরের জনগণ, গণমাধ্যম ও রাজনীতিবিদদের সহযোগিতা লাগবে। আমরা সবাইকে সঙ্গে নিয়েই অগ্রসর হতে চাই। 
নির্বাচন বিশেষজ্ঞ ও সাবেক ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা হাতে-কলমে কাজ করেছেন। আপনারা সত্যিকার বিশেষজ্ঞ। অনেকে বলবেন উপস্থিতি কম। এটি সচেতনভাবেই করা হয়েছে। 
তিনি বলেন, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছি। তারা তো সভা সেমিনারে কথা বলেন। কোথায় কোথায় গ্যাপ থাকে, যেখান দিয়ে নির্বাচনে কারচুপি হয়— সেটাও আমাদের জানাবেন, যেন ব্যবস্থা নিতে পারি। কীভাবে কীভাবে জালিয়াতি করা যায়, সে অভিজ্ঞতা আপনাদের আছে। ম্যানিপুলেশন ঠেকানোর জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার— সে পরামর্শ দেবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংলাপের দ্বিতীয় পর্বে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় নারী নেত্রীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবে ইসি।

এর আগে, সোমবার দেশের প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে ইসি।

সংলাপে অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিকরা ভোটারদের আস্থা পুনঃস্থাপন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য ইসি’র প্রতি আহ্বান জানান। 
তারা আরো বলেন, বিতর্ক ও রাজনীতির বাইরের প্রভাব এড়িয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে হবে।
সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা স্বচ্ছভাবে আয়নার মতো পরিস্কার একটা নির্বাচন করতে চাই। এ জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। 
তিনি বলেন, আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। এই নির্বাচনটাকে আমরা যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক। এই ক্ষেত্রে আমাদের গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী ও জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। 
প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা সংলাপে অংশ নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য কার্যকর গণমাধ্যম অপরিহার্য। পুরো নির্বাচন ব্যবস্থায় গণমাধ্যম যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে, সংবাদ সংগ্রহ করতে পারে, যাতে কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয়, শুরু থেকেই সবার কাছে সমস্ত তথ্য যেন পৌঁছায়। 
নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ পর্যন্ত সবক্ষেত্রেই গণমাধ্যমের সঠিক ভূমিকা জরুরি বলে তারা গুরুত্ব আরোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি বিএইচআরএফ’র
যমুনা নদীর পানি বৃদ্ধি, বগুড়ায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা
চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার 
নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি
২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশে ৬ বছর কারাভোগের পর নিজ দেশে ফিরেছে ভারতীয় যুবক
সাবেক এমপি সামছুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ 
১০