ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সরকার ২০২৬ শিক্ষাবর্ষের নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি, টেকনিক্যাল ট্রেড নবম ও দশম শ্রেণির বাংলা ও ইংরেজি সংস্করণের প্রায় ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভাটি আজ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণির প্রায় ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যবই বিনামূল্যে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন করা হয়, যার মোট ব্যয় প্রায় ৪৭৯ কোটি ৮২ লাখ টাকা।