কুমিল্লায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ, খুশি কৃষকরা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২০:২৯
আজ কুমিল্লায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি : বাসস

দেলোয়ার হোসাইন আকাইদ

কুমিল্লা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪৬৫ জন কৃষক ও কৃষাণী এ সহায়তা পান। বিনামূল্যে সার ও বীজ পেয়ে খুশি সুবিধাভোগীরা।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে শীতকালীন বিভিন্ন জাতের শাকসবজি, সরিষা, মসুর ও সূর্যমুখীর বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কাজী শফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেসুর রহমান এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন।

কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, বর্তমান সরকার কৃষকের পাশে আছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও ফসলের বৈচিত্র্য নিশ্চিত করতে নিয়মিতভাবে প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে ফসল আবাদে আরও উৎসাহিত হবেন।

তিনি আরও জানান, আগামী মৌসুমে আরও বেশি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলার দুলালপুর গ্রামের কৃষাণী শাহানা বেগম বলেন, আমরা সাধারণ কৃষকরা এখন বসতবাড়িতেই শীতকালীন সবজি চাষ করতে পারব। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কিছু অতিরিক্ত আয়ও হবে।

সরিষা বীজ পাওয়া কৃষক মেহেদী হাসান বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে। আমি এবার আরও বেশি জমিতে সরিষা চাষের পরিকল্পনা করেছি।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা ইতোমধ্যে সরিষা, মসুর ও সূর্যমুখী আবাদে আগ্রহী হয়েছেন। এই প্রণোদনার মাধ্যমে রবি মৌসুমে পতিত জমি চাষযোগ্য হয়ে উঠবে এবং স্থানীয় কৃষিতে নতুন গতি আসবে।

সরকারের এই সহায়তা পেয়ে কৃষক সমাজে স্বস্তি ফিরে এসেছে বলে জানান উপস্থিত কৃষকরা। তারা বলেন, সার ও বীজের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই রবি ফসল আবাদে দ্বিধায় ছিলেন, তবে বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় এখন তারা আশাবাদী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট ৪৬৫ জন কৃষক ও কৃষাণীকে সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে সরিষা বীজ পেয়েছেন ২০০ জন, মসুর ১০০ জন, সূর্যমুখী ৫০ জন এবং শাকসবজির বীজ পেয়েছেন ১১৫ জন কৃষক। প্রতিজন কৃষককে নির্দিষ্ট পরিমাণ ইউরিয়া, টিএসপি ও এমওপি সার সরবরাহ করা হয়েছে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে রাজশাহী ও বগুড়াতে খেলবে বাংলাদেশের যুবারা
আরও আট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে
রাকসু নির্বাচন : ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিনদিন সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, গ্রেফতার ১
আগামী সংসদ নির্বাচনে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে : সারজিস আলম
মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় ভেনেজুয়েলা নরওয়েতে দূতাবাস বন্ধ করে দিয়েছে 
২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
ডিআর কঙ্গো ও এম ২৩ শান্তিচুক্তি বাস্তবায়নে সমঝোতায় পৌঁছেছে : কাতার
বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার
১০