মিরপুরে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার: নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৮
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ঘটেছে।ছবি : বাসস

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা। 

কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়া দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তারা হলেন- সুরুজ (৩০) ও মামুন (৩৫)। সুরুজের শরীরে দুই শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দু’জনেরই ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দু’জনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার অক্সাইড ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের শাকবাড়িয়া থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেফতার এক
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে সিআইডি
বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র
নেত্রকোণায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে গবাদি পশু বিতরণ
বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান, পাকিস্তানের ৮ উইকেট
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত
১০