এইচএসসিতে কুমিল্লা বোর্ডে মেয়েরা এগিয়ে

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২১
ছবি: বাসস

কুমিল্লা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪২ হাজার ৫২ জন ছেলে এবং ৫৭ হাজার ৫২৪ জন মেয়ে। প্রকাশিত ফলে মোট ৪৮ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

মেয়েদের মধ্যে পাস করেছে ৩০ হাজার ৭০১ জন, যা অংশগ্রহণকারীদের ৫৩ দশমিক ৩৭ শতাংশ। অপরদিকে, ছেলেদের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন, যার পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জন মেয়ে এবং ৯৫৮ জন ছেলে শিক্ষার্থী। মেয়েদের ফলাফলে এ ব্যবধান তাদের একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান।

প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এ ফলাফল তাদের পরিশ্রম, অধ্যবসায় ও পরিবার-প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ফসল।

তিনি আরও জানান, এবারের পরীক্ষায় বোর্ডের অধিভুক্ত ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে ৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এবারের ফলাফলে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান কিছুটা কমলেও ইংরেজি ও গণিতে ব্যর্থতার হার এখনও তুলনামূলক বেশি রয়েছে বলে বোর্ডের পরিসংখ্যান থেকে জানা গেছে।

ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষাব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়েই জাতিকে অন্ধ করার চেষ্টা হয়েছে : ড. মঈন খান
সনদে স্বাক্ষর না করলে কালো মেঘে ছেয়ে যাবে দেশের আকাশ : রিজভী
হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন চিফ প্রসিকিউটর
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি
দেড়শ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ভোলাবাসীর ভাগ্য বদলে দিয়েছে 
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলের কারাদণ্ড
জিআই পণ্যের স্বীকৃতির অপেক্ষায় ফেনীর ‘খন্ডলের মিষ্টি’
নগরায়ন ও বন উজাড়ে প্রজাপতি কমছে জাহাঙ্গীরনগরে
মায়ামিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন
ভোলায় মাদক ব্যবসায়ী আটক
১০