জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৪:১৫ আপডেট: : ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৩
রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে গণফোরাম প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। ছবি : বাসস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। 

আজ দুপুর সাড়ে বারোটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে গণফোরামের পক্ষে সনদে স্বাক্ষর করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- গণফোরামের সভাপতি পরিষদের সদস্য জ্যেষ্ঠ অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার, মহিলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণের দীর্ঘদিনের সংগ্রামে গণফোরাম সবসময় যুক্ত থেকেছে৷’

বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রক্রিয়ার সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত থাকায় তিনি দলটিকে কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। এতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, কমিশনের সদস্যবৃন্দ এবং ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। তবে সেদিন আয়োজনে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরামের প্রতিনিধিরা। আজ গণফোরামের স্বাক্ষরের মধ্য দিয়ে মোট ২৬টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেমিট্যান্স প্রবাহ ১৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেফতার 
অচলাবস্থার অবসান, চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি প্রবেশে বর্ধিত মাশুল স্থগিত
ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার সার্ক কৃষি কেন্দ্র ও গাকের
ঢাবি দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকায় আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশন সভা আয়োজন করবে আইসিসি বাংলাদেশ
শাহজালালে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিভেছে: ফায়ার সার্ভিস
পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সন্দেহ বিএনপির 
ডিএসইতে আজ লেনদেন  ৪৪২ কোটি টাকারও বেশি, সূচক পড়ছে ৭৫ পয়েন্ট
রাঙ্গামাটিতে বিকেএসপির আঞ্চলিক শাখা স্থাপনের খবরে খুশি পাহাড়ের মানুষ
১০