আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট: শেখ বশিরউদ্দীন

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:১২
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫(বাসস): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দেওয়া তথ্যানুযায়ী, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই পৌঁছেছে।

তিনি ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলোকে বিমানবন্দরে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে বিলম্ব সংক্রান্ত যেকোনো অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি ।

উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনার পর  ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, বিমান চলাচল স্বাভাবিক রাখতে ও ব্যবস্থাপনা সহজ করতে আগামী তিন দিনের জন্য সব নন-সিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে।

তিনি আরও বলেন, সব আমদানি কার্গো ৩৬ ঘণ্টার মধ্যে ছাড় করা হবে এবং বিদ্যমান বীমা ব্যবস্থার ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয় ঘণ্টারও বেশি সময় বিমান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তথ্যানুযায়ী, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগে আগুন লাগে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার অভিযানে একাধিক সংস্থা সমন্বিতভাবে অংশ নেয় এবং বিমান ও নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটও সহায়তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশায় লাখো মানুষ দুর্ভোগে 
বন্দরগুলোর সকল স্তরে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ঢাকা চেম্বারের
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল
মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক
শেষ মুহূর্তের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো বার্সেলোনা
আত্ম-অন্বেষণের দীক্ষা নিয়ে বাড়ি ফিরবেন লালন ভক্তরা
ভারতের ঘটনা বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
১০