ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও অন্যান্য উন্নয়ন অশংশীদারদের সহযোগিতায় বাংলাদেশ সরকার প্রণীত ‘বাংলাদেশ মাইগ্রেশন স্ন্যাপশট ২০২৪’ ও ‘ম্যানুয়াল অন মাইগ্রেশন’ প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছে কানাডা।
ঢাকায় কানাডার হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগটি বাংলাদেশে তথ্যনির্ভর, কার্যকর ও মানবিক অভিবাসন ব্যবস্থাপনা উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)-এর মাধ্যমে কানাডা ‘ম্যানুয়াল অন মাইগ্রেশন’ প্রণয়নে সহায়তা করেছে, যার লক্ষ্য নিরাপদ, বৈধ ও সুশৃঙ্খল অভিবাসনের জন্য জাতীয় কাঠামোকে আরও শক্তিশালী করা।
কানাডা অভিবাসন ব্যবস্থাপনা, সীমান্ত সেবা ও মানব পাচার প্রতিরোধ কার্যক্রম জোরদারে আইওএম ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক ফেরাম ‘বালি প্রসেস’-এর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
হাইকমিশন জানিয়েছে, কানাডা বাংলাদেশে অভিবাসীদের অধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই গতিশীলতা ও সুরক্ষার প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে।