শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৫১

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইআরআইডিপিএনএফএল) ২ হাজার ৫০০ কোটি টাকার ‘সুকুক’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরিয়াহ অ্যাডভাইজারি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ অ্যাডভাইজারি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘ইজারাহ’ পদ্ধতিতে সুকুক ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিশেষ সুকুকটি একটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার গ্রামীণ উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই তহবিল ব্যবহার করা হবে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ এবং হাট বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন।

আইআরআইডিপিএনএফএল প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় সামাজিক ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এসব সুফলের মধ্যে রয়েছে কৃষি ও অ-কৃষি অর্থনীতির সঞ্চালন, গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি, পরিবহন ব্যয় ও সময়ের হ্রাস।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে ২৪ হাজার কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
শিক্ষা ক্যাডারের ২ হাজার ৭০৬ কর্মকর্তার পদোন্নতি
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখল করার দাবি রাশিয়ার 
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি শাহীন গ্রেপ্তার
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের পথ সুগম
রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন
নাটোরে সুষ্ঠু নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক
১০