উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীলতা জোরদারে উদ্যোগ নিয়েছে সরকার

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৬

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): উন্নত, প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীলতা জোরদারে সরকার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর ২০২৯ সালের মার্চের মধ্যে ‘প্রজেক্ট ফর এনহ্যান্সিং কোস্টাল রেজিলিয়েন্স থ্রু টেকনোলজি-বেইসড ফরেস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করবে।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ইতোমধ্যে প্রকল্পটি অনুমোদন দিয়েছেন এবং এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়েছে।

৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে অর্থায়ন করবে। এর মধ্যে জাইকা ৩২ কোটি ৩৩ লাখ টাকা অনুদান দেবে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বাসস’কে জানান, বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও আশপাশের এলাকাসহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলকে অগ্রাধিকারভুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ, এইসব অঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততাসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, এই প্রভাবগুলো স্থানীয় বাস্তুসংস্থানকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, উদ্ভিদ কমিয়ে দিয়েছে এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য হুমকি বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলবায়ু হটস্পটগুলোর মধ্যে রয়েছে। এখানে অভিযোজন প্রযুক্তি ও পরিবেশ পুনরুদ্ধারে অবিলম্বে বিনিয়োগ প্রয়োজন।

এই কারিগরি সহায়তা প্রকল্পের লক্ষ্য হলো— ক্ষতিগ্রস্ত বনভূমি, বিশেষ করে ম্যানগ্রোভ ও সুরক্ষামূলক সবুজ বেল্ট পুনরুদ্ধারের মাধ্যমে উপকূলীয় সহনশীলতা জোরদার করা।

প্রকল্পের মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে— প্রযুক্তি সহায়তায় বন পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়ন, যেখানে ভূ-স্থানিক মডেলিং, রিমোট সেন্সিং এবং উন্নত পর্যবেক্ষণ সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।

প্রকল্পটিতে স্থানীয় জনগোষ্ঠী, সহ-ব্যবস্থাপনা কমিটি এবং সংরক্ষণ গোষ্ঠীর অংশগ্রহণে সমন্বিত বন ব্যবস্থাপনা চালু করার লক্ষ্য রয়েছে, যাতে দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা যায়।

বন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত দুই দশকে বাংলাদেশে প্রায় ১৫ লাখ হেক্টর বনভূমি হারিয়ে গেছে। এর কারণ হলো— বৈরী আবহাওয়া, দ্রুত নগরায়ণ, চিংড়ি চাষের বিস্তার এবং অপরিকল্পিতভাবে ভূমির শ্রেণি পরিবর্তন।

বিশেষজ্ঞরা বলেন, ম্যানগ্রোভ বনের আবরণ হ্রাস, বিশেষ করে সুন্দরবনের বাইরের বাফার জোনগুলোতে, গ্রামীণ জনবসতিতে বাঁধ ভাঙন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং দুর্যোগ প্রস্তুতি দুর্বল হওয়ার ঝুঁকি বাড়িয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনার (বিসিসিএসএপি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; যা প্রতিবেশভিত্তিক অভিযোজন, কমিউনিটি-নেতৃত্বাধীন সুরক্ষা এবং আধুনিক বন ব্যবস্থাপনা ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়।

এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে সবুজ বেল্ট সম্প্রসারণে দীর্ঘদিন ধরে চলমান সরকারের উপকূলীয় বনায়ন কর্মসূচির পরিপূরক।

২০২৫ সালের ১৩ জুলাই অনুষ্ঠিত বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির (এসপিইসি) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। এতে জিআইএস-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জোরদার, মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছ তথ্য বিনিময় ব্যবস্থার সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে এসব সুপারিশ অন্তর্ভুক্ত করেছে। প্রকল্পটি ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত অনুমোদন পায়।

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটি অননুমোদিত নতুন প্রকল্প হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যা বিদেশি সহায়তা আহরণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করেছে।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি ক্ষতিগ্রস্ত ভূ-প্রকৃতি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা গঠনে সহায়তা করবে, যা জলবায়ু সংক্রান্ত জাতীয় লক্ষ্যমাত্রা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৩ (জলবায়ু কার্যক্রম) ও ১৫ (স্থলজ জীবন) লক্ষ্য অর্জনে অবদান রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৩ নভেম্বর বিপিএলের নিলাম
কুলসুমের ব্রোঞ্জ জয়
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ
উপদেষ্টা পরিষদে বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি সংক্রান্ত অধ্যাদেশের খসড়া অনুমোদন
নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯.৬ শতাংশ বৃদ্ধি
শ্রমিকের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে : শ্রম উপদেষ্টা
হুমায়ুন আহমেদের চরিত্রের মতোই জনপ্রিয় হতে চান আরচ্যারীর হিমু
এক জমি থেকেই বছরে মিলবে তিন ফসল  
সংসারের ভার কাঁধে নিয়েও রূপার তীর ছুঁড়লেন বন্যা
জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
১০