
ময়মনসিংহ, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): একই জমিতে শস্য বিন্যাসের মাধ্যমে বছরে তিন ফসল আবাদ জনপ্রিয় করতে ময়মনসিংহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালীর চকমজু গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের আয়োজনে সমাবেশে কৃষকদের রোপা আমন মাড়াইয়ের পর সরিষা, এরপর বোরো ধান চাষে উৎসাহিত করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্রি’র পরিচালক (গবেষণা) ড. রফিকুল ইসলাম বলেন, ‘রোপা আমন-সরিষা-বোরো’ শস্য বিন্যাস পদ্ধতি অনুসরণ করলে একই জমিতে একটি কৃষিবছরে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব। এতে জমির উৎপাদনশীলতা বাড়ে, সার ও কীটনাশকের ব্যবহার কমে এবং কৃষকের লাভও বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, এই শস্য বিন্যাস জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সহায়ক এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা রাখবে। কৃষকদের সঠিক প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে পারলে এই অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের প্রধান ড. মো. ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. এনামুল হক, এলএসটিডি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. আফছানা আনছারী প্রমুখ।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, কৃষকদের মধ্যে শস্য বিন্যাসভিত্তিক কৃষি পদ্ধতি বিস্তারে এই ধরনের সমাবেশ ভবিষ্যতে আরও আয়োজন করা হবে।