
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত ‘পেপারওয়ার্ল্ড মিডল ইস্ট ২০২৫’ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১১ থেকে ১৩ নভেম্বর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি পেপারওয়ার্ল্ড মিডল ইস্টের ১৪তম এবং গিফটস অ্যান্ড লাইফস্টাইল মিডল ইস্ট-এর ৫ম কর্মসূচি।
এবারের প্রদর্শনীটি কাগজ, স্টেশনারি, উপহার ও লাইফস্টাইল শিল্পের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পায়। তিন দিনব্যাপী প্রদর্শনীতে ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় ১৫ হাজার দর্শক অংশ নেন। ৬৫০-এরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ৪৫০-এর বেশি প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করেন। এছাড়া ভারত, জার্মানি, চীন, হংকং, তুরস্ক ও জর্ডান সরকারি প্যাভিলিয়নের মাধ্যমে অংশগ্রহণ করে।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ম্যাটাডর বলপেন ইন্ডাস্ট্রিজ প্রদর্শনীতে তাদের সর্বশেষ স্টেশনারি ও লাইফস্টাইল পণ্যসমূহ উপস্থাপন করে। এতে দেশের ব্র্যান্ড ইমেজ ও আন্তর্জাতিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। প্রদর্শনীতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ক্রেতা ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের সুযোগও তৈরি হয়।
প্রদর্শনী চলাকালে দর্শনার্থীরা আধুনিক ও উদ্ভাবনী পণ্যের পরিসর উপভোগ করেন। পাশাপাশি ‘হাব ফোরাম’-এর সেশনে অংশ নিয়ে শিল্পসংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছ থেকে কাগজ, স্টেশনারি ও উপহার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।