দুবাই পেপারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২০:২৭

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত ‘পেপারওয়ার্ল্ড মিডল ইস্ট ২০২৫’ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১১ থেকে ১৩ নভেম্বর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি পেপারওয়ার্ল্ড মিডল ইস্টের ১৪তম এবং গিফটস অ্যান্ড লাইফস্টাইল মিডল ইস্ট-এর ৫ম কর্মসূচি। 

এবারের প্রদর্শনীটি কাগজ, স্টেশনারি, উপহার ও লাইফস্টাইল শিল্পের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পায়। তিন দিনব্যাপী প্রদর্শনীতে ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় ১৫ হাজার দর্শক অংশ নেন। ৬৫০-এরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ৪৫০-এর বেশি প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করেন। এছাড়া ভারত, জার্মানি, চীন, হংকং, তুরস্ক ও জর্ডান সরকারি প্যাভিলিয়নের মাধ্যমে অংশগ্রহণ করে।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ম্যাটাডর বলপেন ইন্ডাস্ট্রিজ প্রদর্শনীতে তাদের সর্বশেষ স্টেশনারি ও লাইফস্টাইল পণ্যসমূহ উপস্থাপন করে। এতে দেশের ব্র্যান্ড ইমেজ ও আন্তর্জাতিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। প্রদর্শনীতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ক্রেতা ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের সুযোগও তৈরি হয়।

প্রদর্শনী চলাকালে দর্শনার্থীরা আধুনিক ও উদ্ভাবনী পণ্যের পরিসর উপভোগ করেন। পাশাপাশি ‘হাব ফোরাম’-এর সেশনে অংশ নিয়ে শিল্পসংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছ থেকে কাগজ, স্টেশনারি ও উপহার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৯২৩
শিল্প ও শিক্ষার যৌথ গবেষণায় নতুন যুগের সূচনা করলো খুলনা বিশ্ববিদ্যালয়
সিলেটের জনজীবনে প্রভাব ফেলতে পারেনি লক ডাউন
দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল
৫শ উইকেটের ক্লাবে তাইজুল
বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আগামীকাল 
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
১০