জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২০:৩১

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ নভেম্বরের মধ্যে ডাটা এন্ট্রি নিশ্চয়ই সম্পন্ন করতে হবে এবং ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তা কার্যকর থাকবে।

এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কার্যক্রম ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র ২০২৪ সালের পরীক্ষার ফলাফলের প্রকাশের তারিখ থেকে ৪ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। এ কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। আগের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৯২৩
শিল্প ও শিক্ষার যৌথ গবেষণায় নতুন যুগের সূচনা করলো খুলনা বিশ্ববিদ্যালয়
সিলেটের জনজীবনে প্রভাব ফেলতে পারেনি লক ডাউন
দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল
৫শ উইকেটের ক্লাবে তাইজুল
বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আগামীকাল 
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
১০