শিরোনাম
ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুর-১৪ টেকপাড়া বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে।
রাত ১টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।