রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩
সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করে আজ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরো ১৮ জনকে আসামি করা হয়।

গত ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়।

পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়।

এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।  এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান
মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স বাস্তবায়নে অটল রয়েছে সরকার
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
মেসিহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল মায়ামি
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
মাগুরায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরে পানিবন্দি অসহায় মানুষদের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ
সুদের হার কমাতে ট্রাম্পের চাপ সত্ত্বেও স্থির থাকার ইঙ্গিত মার্কিন ফেডের
আবারও ২শ রান করে হারলো ওয়েস্ট ইন্ডিজ
‘দুর্ভিক্ষ’ না ‘অনাহার’? গাজার মানবিক বিপর্যয় সংজ্ঞায়নের চ্যালেঞ্জ
১০