তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে বিএনপি’র মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে বিএনপি’র মতবিনিময় সভা। ছবি: বাসস

নীলফামারী, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র আহ্বানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচিকে সফল করতে মতবিনিময় সভা করেছে নীলফামারী জেলা বিএনপি।

জেলা ও উপজেলা বিএনপির নেতারা অংশগ্রহণে আজ দুপুরে ডিমলা উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম মোস্তফা রঞ্জু, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক রব্বানী প্রধান।

সভায় উপস্থিত বক্তারা বলেন, তিস্তা নদীতে বন্যার কারণে সৃষ্ট ভাঙ্গনে প্রতিবছর উত্তরাঞ্চলে নীলফামারীসহ কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট জেলার কয়েক লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। বিনষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল।

শুকনো মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারে পানিশূন্য হয়ে পড়ে তিস্তা, আর এতে করে বাধাগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। নদীর পানি শূন্যতায় একদিকে বেকার হয়ে পড়েছে মৎস্যজীবীরা, অপর দিকে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ।

বক্তারা বলেন বিগত সময়ে ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তাই বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার তীরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে ।

এই কর্মসূচি একযোগে রংপুর বিভাগে তিস্তা অববাহিকায় অনুষ্ঠিত হবে। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০