বাংলাদেশের মানুষ ১৪, ১৮ ও ২৪-এর মতো কোন নির্বাচন আর দেখতে চায় না : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি বাসস

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালের মতো কোন নির্বাচন আর দেখতে চায় না। ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী নির্বাচন হতে হবে।

আজ মঙ্গলবার খুলনা মহানগর সংলগ্ন হরিণটানা থানাধীন আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জামায়াতের সেক্রেটারী জেনারেল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সে নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই সাথে যারা বিগত দেড় দশকে লুটপাট, খুন, দুর্নীতি ও অনিয়ম করেছে তাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে হবে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে ৫ আগষ্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্যের নির্বাচন। সেই নির্বাচনের মধ্যদিয়ে একটি শান্তিপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।  

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে অনেক শাসন দেখেছি, শুধু জামায়াতে ইসলামীকে দেখতে হবে। তাই এবারের শ্লোগান হবে ‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, কথিত মানবতাবিরোধী সাজানো অপরাধের নামে জামায়াতের যে সব নেতৃবৃন্দ হত্যার শিকার হয়েছেন, আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হবে। আজকে যেই বাংলাদেশ হয়েছে, মানবতাবিরোধী সাজানো অপরাধের নামে যাদের  শহিদ করা হয়েছে, তারাও সেই বাংলাদেশ চেয়েছিলেন। সুতরাং সেই বিচার হতেই হবে। জুডিশিয়াল ক্যু করে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই জুডিশিয়াল ক্যু’র সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

বিশেষ অতিথি মুন্সি মিজানুর রহমান বলেন, বৈষম্যমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে একমাত্র জামায়াতে ইসলামীকেই রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে হবে। যারাই জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট ব ম মনিরুল ইসলাম ও আমির হোসেনের পরিচালনায় এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোক্তার হোসাইন।

সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ১৮ নম্বর ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, শ্রমিক নেতা কাজী মাহফুজুর রহমান, জামায়াত নেতা সাখাওয়াত হোসেন লিখন, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, ডা. ফজলুর রহমান,  ডা. মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ শহিদুল আলম, মাওলানা আফজাল হোসাইন ও রেদওয়ান উল্লাহ ইব্রাহিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০