শিরোনাম
ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)-এর অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম’।
দেশের তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নে সহায়তা করতে এই প্রোগ্রাম’র আয়োজন করা হচ্ছে।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আয়োজনটি বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপদের জন্য দেশের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি।
এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক এবং শিক্ষার্থীদের একত্রিত করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ধারণাগুলোর জন্য ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণের সুযোগ পাচ্ছেন। আগামীকাল ৫ ফেব্রুয়ারি, বুধবার থেকে স্টার্টআপদের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। যা চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার পর্যন্ত।
স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, পোশাক শিল্প, লজিস্টিক্স, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ প্রায় সব ধরণের ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে উদ্ভাবক ও স্টার্টআপগণ আবেদন করতে পারবে। এ বিষয়ে আবেদনকারীরা আইডিয়া প্রকল্পের ওয়েবসাইট (www.idea.gov.bd) থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এ ছাড়া ‘বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে আইডিয়া প্রকল্পের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে আইডিয়া প্রকল্পের।
এই আয়োজন বাংলাদেশের তরুণ সমাজ, শিক্ষার্থী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের একত্রিত করার একটি জাতীয় উদ্যোগ। এর মাধ্যমে তরুণদের শক্তি ও উদ্ভাবনকে সারা বিশ্বের সামনে তুলে ধরা হবে। এ উদ্যোগ তরুণদের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ।