অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৮
ফাইল ছবি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ঢাকা জেলার খিলগাঁও থানার নন্দীপাড়া গোলাবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকার আশেপাশে অভিযান পরিচালনা করে প্রায় ৪০টি বাড়ির ১২০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। 

অভিযানে ২,৫২০ সিএফটি অবৈধ গ্যাসের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। এ সময় ৪টি ডাবল বার্নারের চুলাও জব্দ করা হয়। এছাড়া দুইটি ওয়াশিং প্লান্ট এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ১ ইঞ্চির সার্ভিসটি ডাউন দিয়ে সংযোগ দুটি কিল করা হয়। এতে ঘন্টা প্রতি ১২০০ সিএফটি অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে।

অভিযানে ২০০ ফুট পাইপ জব্দ করা হয়।

আজ মঙ্গলবার অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সহযোগিতা করেন তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এ ছাড়াও আবাসিক শ্রেণির একজন অবৈধ গ্রাহককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০