বাংলাদেশে গবাদিপশুর জাত উন্নয়ন ও মাংস প্রক্রিয়াকরণে সহযোগিতা করতে চায় পাকিস্তান

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ আজ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত খামারি সম্মেলনে বক্তৃতা করেন। ছবি : বাসস

ঝিনাইদহ, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন, বাংলাদেশে গবাদিপশুর জাত উন্নয়ন, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও মাংস প্রক্রিয়াকরণে যাবতীয় সহযোগিতা করতে পাকিস্তান সরকার প্রস্তুত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলে পাকিস্তান সরকার যাবতীয় সহযোগিতা করবে।

আজ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত খামারি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি ও পশুপালন রীতি অনেকটা একই রকম। পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, মাংস উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অনেক উন্নতি করেছে। বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করলে এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করতে চায় পাকিস্তান।

তরিকুল ইসলাম তুরকি'র সভাপতিত্বে খামারি সমাবেশে প্রধান অতিথি ছিলেন- মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। 

খামারি সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলডিডিপি'র প্রকল্প পরিচালক ড. মো. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আমিনুল হক, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০