দলের কেউ সমাজকে কলুষিত করার চেষ্টা করলে, তা প্রতিহত করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী 

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯
বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বুধবার লক্ষ্মীপুরের দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলের কেউ বোমাবাজি, চাঁদাবাজি ও সালিশ বৈঠকের মাধ্যমে সমাজকে কলুষিত করার চেষ্টা করলে, তা প্রতিহত করা হবে। 

তিনি বলেন, দলের মধ্যে কেউ অপকর্ম করলে তিনি ক্ষমা পাবেন না। এটা সবাইকে মানতে হবে। কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনগণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদেরকে জিম্মি করেছে। জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।

এ্যানী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ ও তাঁর স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। 

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তিনি দলে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবেন না। তারেক রহমান ও বিএনপি সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপি’র পক্ষেই সম্ভব। 

দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে স্কুলটির  প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০